Bootstrap SEQUEL ইউজার ম্যানুয়াল

Documentation

বিষয়বস্তু

ভূমিকা

এটা একটি অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সফটওয়্যার (SEQUEL)। আমরা সারা দেশের এজেন্টদের ক্যাশ ইনভেস্টমেন্টের হিসাব-নিকাশ সুন্দরভাবে রাখার উদ্দেশ্যে এই অনলাইন ভিত্তিক সফটওয়্যার সার্ভিস চালু করেছি।

এই সিস্টেম এর সাহায্যে আপনারা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আপনার এজেন্ট পয়েন্টের অবস্থা (লাভ-ক্ষতির হিসাব সহ) জানতে পারবেন। এবং সাথে সাথে গ্রাফিক্যাল ভিউসহ বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ডাটা এনালাইসিস করে আপনার পয়েন্টের লাভ-ক্ষতির খাত গুলোর অবস্থা বুজতে পারবেন।

রেজিষ্ট্রেশন

রেজিষ্ট্রেশন করার ধাপসমূহঃ

যেকোন ব্রাউজার থেকে https://sequel.thedatahome.com লিংকে প্রবেশ করুন-

বাটন এ ক্লিক করুন-

নিচের ফরম টি আসবে। ফরমটি পূরণ করুন এবং বাটন এ ক্লিক করুন-

নিচের ফরম টি আসবে। ফরমটি পূরণ করুন এবং বাটন এ ক্লিক করুন-

নিচের পেইজ টি আসবে। আপনার তথ্যগুলি ভালোভাবে যাচাই করুন এবং বাটন এ ক্লিক করুন-

স্বাগতম ! আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো। দয়া করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি অন্য কারো সাথে শেয়ার করবেননা।

SEQUEL সফটওয়্যার এ প্রবেশ করার জন্য বাটন এ ক্লিক করুন-

দৈনিক ডাটা এন্ট্রি

ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম এ দৈনিক ডাটা এন্ট্রি করার ধাপসমূহঃ

যেকোন ব্রাউজার থেকে https://sequel.thedatahome.com লিংকে প্রবেশ করুন,তারপর বাটন এ ক্লিক করুন -

আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশ করুন । নিচের হোম পেইজ টি আসবে-

“Cash Management” option এ ক্লিক করুন। নিচের পেইজ টি আসবে-


বাম পাশের মেনু থেকে “Cash Register” লিংকে ক্লিক করুন। নিচের পেইজ টি আসবে-


ডান পাশের কর্ণারে বাটন এ ক্লিক করুন। নিচের পেইজ টি আসবে-


এটিই ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেমের মূল ডাটা এন্ট্রি স্ক্রিন। যিনি ক্যাশ এর দায়িত্বে থাকবেন, তিনি দিনের শেষে ক্যাশ মেলানোর পর এই স্ক্রিনে আপনার প্রতিষ্ঠানের বা এজেন্ট পয়েন্টের পজিশন ইনপুট দিবেন। আগের দিনের পজিশনের সাথে আজকের পজিশনের কোনো পার্থক্য থাকলে, ঠিক কি কি কারণে এই পার্থক্য হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও এই স্ক্রিনে ইনপুট দিবেন।

এই স্ক্রিনের ইনপুটগুলো মোট ৪টি ভাগে বিভক্ত:

১. Tran Date এবং Remarks

এখানে ডাটা এন্ট্রির তারিখ ও বর্ণনামূলক তথ্য (যদি থাকে) ইনপুট দিতে হবে।

২. Balance Details

এখানে আপনার মোট ক্যাশ ইনভেস্টমেন্টের টাকা আজকের দিনের শেষে কোথায় কোথায় আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের বা এজেন্ট পয়েন্টের পজিশন বিস্তারিত থাকবে।

উদাহরণস্বরুপ, আজকের দিনের শেষে আপনার প্রতিষ্ঠানের পজিশন:

# ব্যালেন্স এর খাতসমূহ ব্যালেন্স
1 Mother A/c Balance (Conv) 2,60,800/=
2 Mother A/c Balance (Islamic) 47,200/=
3 Balance at Link Account 30,000/=
4 Balance at Cash 4,13,747/=
Total / Closing Balance 7,51,747/=

যাহা আপনার প্রতিষ্ঠানের বা এজেন্ট পয়েন্টের আজকের ক্যাশ পজিশন।

৩. Heads to Increase Balance (Investment & Income)

আজকের দিনে কোন কোন খাতে আপনার ব্যালেন্স বেড়েছে, তার বিস্তারিত এখানে থাকবে। যেমনঃ Agent Cash In, Agent Commission (Float), Commission on Remittance, Stamp Fee Return ইত্যাদি।

*** Balance Head Setup থেকে আপনার প্রয়োজনমতো যেকোনো খাত বাড়িয়ে / কমিয়ে বা পরিবর্তন করে নিতে পারবেন।

৪. Heads to Decrease Balance (Cash Out & Expense)

আজকের দিনে কোন কোন খাতে আপনার ব্যালেন্স কমেছে, তার বিস্তারিত এখানে থাকবে। যেমনঃ Agent Cash Out, CSO Salary, Office Rent, Internet Bill, Stamp Purchase ইত্যাদি।

*** Balance Head Setup থেকে আপনার প্রয়োজনমতো যেকোনো খাত বাড়িয়ে / কমিয়ে বা পরিবর্তন করে নিতে পারবেন।

নতুন ইউজার তৈরি

নতুন ইউজার যেভাবে তৈরি করবেনঃ

আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশ করুন । নিচের হোম পেইজ টি আসবে-

“Administration” option এ ক্লিক করুন। নিচের পেইজ টি আসবে-


বাম পাশের User Management Menu এর অধীনে User Setup বাটন এ ক্লিক করুন। নিচের পেইজটি আসবে। এটি ইউজার সেট আপ ল্যান্ডিং পেইজ-


উপরের পেজ থেকে ডান পাশের কর্ণারে Add New User বাটন এ ক্লিক করুন।

নিচের ফরম টি আসবে। ফরমটি পূরণ করুন এবং Create User বাটন এ ক্লিক করুন-

নিচের পেইজটি আসবে।
আপনি সফলভাবে একটি ইউজার তৈরি করেছেন।

পাসওয়ার্ড পরিবর্তন

পাসওয়ার্ড যেভাবে পরিবর্তন করবেন:

আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশ করুন । নিচের হোম পেইজ টি আসবে-

হোম পেইজ এর উপরে ডান পাশে আপনার ইউজার আইডি তে ক্লিক করুন।


নিচের ফরমটি আসবে। ফরম এর ভিতরে থাকা এন্টার নিউ পাসওয়ার্ড এ আপনার নতুন পাসওয়ার্ড দিন। এবং রি এন্টার নিউ পাসওয়ার্ড এ আপনার নতুন পাসওয়ার্ড টি পুনরায় নিশ্চিত করুন:


উপরের ফরম থেকে ডান পাশের কর্ণারে Reset Password বাটন এ ক্লিক করুন।
নিচের পেইজ টি আসবে-

আপনার পাসওয়ার্ড টি সফল ভাবে পরিবর্তন হয়েছে।

যেকোনো ধরনের সহযোগীতার জন্য “ডাটাহোম” প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ
+88 01868-157802, +88 01881-306469